Logo Logo

করোনা আক্রান্ত হয়ে চলতি বছরে প্রথম মৃত্যু


Splash Image

দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর চট্টগ্রাম জেলায় এটাই চলতি বছরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।


বিজ্ঞাপন


সোমবার (১৬ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত ব্যক্তির নাম শফিউল ইসলাম (৭৫)। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শফিউল ইসলাম পোস্ট-অপারেটিভ জটিলতা এবং কিডনি ফেলিউর নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং একাধিকবার ডায়ালাইসিস নেন। পরে তার কোভিড শনাক্ত হয়।

“তবে তিনি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান। সেখানেই তার মৃত্যু হয়।”

সোমবার বিকেলে প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...