Logo Logo
রাজনীতি

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার


Splash Image

সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন। ফাইল ছবি

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।


বিজ্ঞাপন


ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া সোমবার (২৩ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তুহিনকে গ্রেপ্তার করে।

রবিউল হোসেন ভুঁইয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তাকে আটক করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়তে হয়। এলাকার নারী-পুরুষ অনেকেই তাকে ঘিরে ফেলেন এবং তাকে নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ জানান।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, সাবিনা আক্তার তুহিন নিজেও তার সমর্থক ও উপস্থিত সাধারণ মানুষকে শান্ত থাকতে ও বাধা না দেওয়ার অনুরোধ করছেন।

তবে, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে ডিবি এখনও বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ