Logo Logo

আঞ্চলিক সড়ক দুই লেন ও ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ গার্ডার ব্রীজে রূপান্তর করার দাবী


Splash Image

পিরোজপুরের নেছারাবাদে বরিশালের গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ উপজেলার আঞ্চলিক সড়কটি দুই লেনে উন্নীতকরণ এবং অতি ঝুঁকিপূর্ণ ছয়টি বেইলিব্রীজ গার্ডার ব্রীজে রূপান্তর করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়কে উপজেলার সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন- নেছারাবাদ উপজেলা সমগ্র বাংলাদেশের মধ্য একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক কেন্দ্র। এখান থেকে প্রতিনিয়ত শতাধিক ট্রাক মালামাল লোড হয়। এছাড়াও কয়েক শতাধিক পরিবহণ, মিনিবাসসহ অন্যান্য যান চলাচল করে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এখানকার সড়কগুলো অতি সরু হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহনগুলোর চলাচল করতে হয়। এছাড়াও নেছারাবাদের কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত ছয়টি অতি ঝুঁকিপূর্ণ বেইলিব্রীজ আছে। যা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। তাই অতিদ্রুত গড়িয়ারপাড় থেকে নেছারাবাদ উপজেলার সড়কগুলো দুই লেনে উন্নীত করণ এবং বেইলিব্রীজগুলো গার্ডারব্রীজে রূপান্তর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মোঃ কাজী কামাল, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর দফতর সম্পাদক ও ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুল আউয়াল প্রমূখ।

-নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...