ছবি- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা
বিজ্ঞাপন
পাঁচ দফা দাবিতে বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার (৩০ জুন) দুপুরে শিক্ষার্থীরা এ তালা লাগায়। দাবি আদায় না হলে তারা আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. বহুতলবিশিষ্ট আবাসিক হল নির্মাণ,
২. আধুনিক অডিটোরিয়াম নির্মাণ,
৩. কলেজ গেটের আধুনিকায়ন,
৪. আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরি প্রতিষ্ঠা,
৫. শিক্ষক সংকট নিরসনসহ বার্ষিক বাজেট বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নানা সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। এক সপ্তাহ ধরে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনকি আমরণ অনশনেও যেতে পারেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত বিএম কলেজকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হলেও বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। কলেজের ১৩৬ বছরের গৌরবময় ইতিহাস থাকলেও, বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক সুবিধা পাচ্ছে মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী। ফলে প্রচণ্ড আবাসন সংকটে পড়তে হচ্ছে বহিরাগত শিক্ষার্থীদের।
তারা আরও বলেন, শিক্ষক সংকট চরমে। কিছু কিছু বিভাগে নিয়মিত ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক নেই। এ অবস্থায় পাঠদানের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম বরিশালের বাইরে অফিসিয়াল কাজে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ বরিশালে ফিরলে তার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আশাবাদী তারা।
-বরিশাল প্রতিনিধি