Logo Logo
আবহাওয়া

সারা দেশে টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস


Splash Image

আগামী পাঁচ দিন দেশে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ের পরেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করেছে সংস্থাটি।


বিজ্ঞাপন


শনিবার (৫ জুলাই) এক পূর্বাভাস বার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রোববার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দিনগুলোতেও একই ধারা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়ে যাবে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এই দিন রাজশাহী ও রংপুরেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৯ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত যে বৃষ্টির প্রবণতা থাকবে, তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা