Logo Logo
শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬৮.৪৫ শতাংশ


Splash Image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর সারাদেশে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় ১৩ মে। সময়মতো পরীক্ষার কার্যক্রম শেষ করে মাত্র দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিমালার ভিত্তিতে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা