Logo Logo
রাজনীতি

সন্ত্রাস ও চাঁদাবাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো : ব্যারিস্টার খোকন


Splash Image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি


বিজ্ঞাপন


নোয়াখালীর চাটখিলে এক রাজনৈতিক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন কঠোর ভাষায় বলেন, “দলের কেউ যদি সন্ত্রাস, দখল, চাঁদাবাজি বা যেকোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত থাকে, তাহলে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সভায় দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার বার্তা দিতে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনার কথাও তুলে ধরেন।

ব্যারিস্টার খোকন বলেন, “তারেক রহমান আমাকে স্পষ্টভাবে বলেছেন—আপনি নেতাকর্মীদের জানিয়ে দিন, কেউ যদি দলের আদর্শ ও নীতির বাইরে গিয়ে বিশৃঙ্খলা চালায়, তাহলে আমি সরাসরি ব্যবস্থা নেব।”

তিনি বলেন, “গত ১৫ বছর ধরে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা-হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অনেকে ঘরে ঘুমাতে পারেননি, জমি দখল হয়েছে, ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেননি। তাহলে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? আমরা কি চাঁদাবাজির জন্য আন্দোলন করেছি? বেগম খালেদা জিয়া কি চাঁদাবাজির জন্য জেল খেটেছেন?”

বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা আরও বলেন, “আমাদের দলের স্পষ্ট সিদ্ধান্ত—যারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং যেকোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদেরকে দলে রাখা হবে না।”

বক্তব্যের শেষে উপস্থিত নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা না করার শপথ বাক্য পাঠ করান ব্যারিস্টার খোকন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবেদক - মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ