বিজ্ঞাপন
সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের জারি করা সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে ওইসব এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সতর্কতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপটি গভীরতর না হলেও সমুদ্র ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটাতে পারে। এজন্য সকলের উচিত সতর্কতা অবলম্বন করা এবং আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আপডেট অনুসরণ করা।
নৌযান ও ট্রলার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যেন তারা সমুদ্রে যাত্রা করার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য সংগ্রহ করেন এবং ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে সমুদ্রে না যান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...