Logo Logo

সিরাজগঞ্জের প্রান্ত শারিয়ার শাফিন প্রকৌশলী হতে চায়


Splash Image


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী মিরপুর গ্রামের সন্তান প্রান্ত শাহরিয়ার শাফিন মালাশিয়া প্রবাসী মোঃ সুজন ও আফরোজা সুলতানা পলি দম্পতির একমাত্র পুত্র শাফিন এ বছর সিরাজগঞ্জ বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ১১৮৫ নাম্বারে এ+ পেয়ে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শাফিনের একমাত্র আশা বুয়েটে পড়ে প্রকৌশলী হতে চায়। এ লক্ষ্যেই এখন থেকেই প্রস্তুতি নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

শাফিন ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের সেবায় সে নিয়োজিত হতে চায়।

শাফিনের বাবা সুজন বলেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার একমাত্র পুত্র প্রান্ত শাহরিয়ার শাফিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আরও ভালো ফলাফল করে ভবিষ্যতে প্রকৌশলী হতে পারে এই দোয়া করবেন।

শাফিন বলে আমি আমার পিতা-মাতার একমাত্র সন্তান সবার নিকট দোয়া কামনা করছি আমি ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আল্লাহ পাক আমার এই আশা পুরন করে দেশবাসীর প্রতি আমার দোয়ার আবেদন রইল।

-মোঃ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...