বিজ্ঞাপন
এ সময় শহরজুড়ে এনসিপি নেতাদের পোস্টার ও ব্যানার সাঁটানো ছিল।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ।
জুলাই মাসজুড়ে এনসিপি সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাজবাড়ীর পদযাত্রায় বক্তারা দেশের উন্নয়ন ও নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজবাড়ীতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের অঙ্গীকার করেন।
পদযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। র্যাব, সেনাবাহিনী ও পুলিশ সার্বক্ষণিক তৎপর ছিল, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
-স্বপন বিশ্বাস, রাজবাড়ী