প্রতীকী ছবি
বিজ্ঞাপন
“তোমরা মুনাফিককে ‘সায়্যিদ’ (নেতা) বলবে না। কেননা, যদি তাকে নেতা হিসেবে স্বীকার কর, তবে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করবে।”
(আবু দাউদ, মিশকাত শরীফ, হাদিস নং ৪৭৭৬)
এই হাদিসে নবী করিম ﷺ মুসলিম সমাজকে কঠোরভাবে সতর্ক করেছেন। হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন, মুনাফিককে নেতা মানলে তার প্রতি আনুগত্য করা বাধ্যতামূলক হয়ে যায়। অথচ তার আনুগত্য করা আল্লাহর অসন্তুষ্টির কারণ। তাই, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের ক্ষেত্রে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো মুনাফিক নেতৃত্বে না আসে।
-মাওলানা মোঃ আব্দুর রশীদ কাজী।