Logo Logo

ফাতওয়া ৪ : যাকাত

পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির উপর কি যাকাত ফরজ? ইসলামী দৃষ্টিভঙ্গি জানুন


Splash Image

প্রশ্ন: পৈতৃক সূত্রে পাওয়া জায়গা-জমির উপর কি যাকাত দিতে হবে?


বিজ্ঞাপন


উত্তর:

ইসলামী শরিয়ত অনুসারে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির উপর যাকাত ফরজ নয়। কারণ যাকাত কেবল নির্দিষ্ট সম্পদের উপর বাধ্যতামূলক হয়—যেমন সোনা-রূপা, নগদ অর্থ, গৃহপালিত পশু (শর্তসাপেক্ষে), ব্যবসার পণ্য ও বাণিজ্যিক জমি।

তথ্যসূত্র:

খিযানাতুল ফিকহ, পৃ. ৭২ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ);

রদ্দুল মুহতার: ২/২৬৫, ২৬৭ (দারুল ফিকর)

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...