Logo Logo
ইসলাম
সাইয়েদুল ইস্তিগফার

সাইয়েদুল ইস্তিগফারের ফজিলত


Splash Image

সাইয়েদুল ইস্তিগফার, ছবি- সংগৃহীত

ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার সর্বোত্তম দোয়া হলো সাইয়েদুল ইস্তিগফার। এটি এমন এক দোয়া, যা পাপমোচন ও জান্নাতের সুসংবাদ লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায়।


বিজ্ঞাপন


যদি সাইয়েদুল ইস্তিগফারকে কোনো ওষুধের সঙ্গে তুলনা করা হয়, তবে একে বলা যায় আত্মার জন্য অ্যান্টিবায়োটিক। যেমন অ্যান্টিবায়োটিক শরীরের বিভিন্ন জীবাণু দূর করে, তেমনি সাইয়েদুল ইস্তিগফারও গুনাহ মুছে দেয় এবং অন্তরের পবিত্রতা আনে।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

“যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়েদুল ইস্তিগফার পাঠ করে, তারপর সন্ধ্যার আগেই যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। আবার যে সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পড়ে এবং সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতে প্রবেশ করবে।”

(বুখারি, হাদিস: ৬৩২৩)

সাইয়েদুল ইস্তিগফার (আরবি উচ্চারণ):

আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা; খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজাম্বি; ফাগফির লি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আন্তা।

বাংলা অর্থ:

“হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যানুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, তা স্বীকার করছি এবং আমি আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করুন। কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।”

আরও পড়ুন

হাসিনা সরকারের ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পদ লেনদেন
হাসিনা সরকারের ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পদ লেনদেন
প্রধান উপদেষ্টা ড. ইউনূস উদ্বোধন করলেন সেনাসদর নির্বাচনি পর্ষদ
প্রধান উপদেষ্টা ড. ইউনূস উদ্বোধন করলেন সেনাসদর নির্বাচনি পর্ষদ