Logo Logo
শিক্ষা

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ – স্থগিত পরীক্ষার তারিখ জেনে নিন এখনই


Splash Image

চলমান এইচএসসি পরীক্ষার স্থগিত অংশের পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সূচি অনুযায়ী, প্রতিটি স্থগিত পরীক্ষা আলাদা তারিখে নেওয়া হবে।


বিজ্ঞাপন


বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কোন তারিখে কোন পরীক্ষা হবে?

২২ জুলাইয়ের পরীক্ষা: নতুন তারিখ ১৭ আগস্ট ২০২৫।

২৪ জুলাইয়ের পরীক্ষা: নতুন তারিখ ১৯ আগস্ট ২০২৫।

১০ জুলাই কুমিল্লা বোর্ডের পরীক্ষা (বন্যা কারণে স্থগিত): নতুন তারিখ ১২ আগস্ট ২০২৫।

১৭ জুলাই গোপালগঞ্জের স্থগিত পরীক্ষা (সংঘর্ষের কারণে): নতুন তারিখ ১৪ আগস্ট ২০২৫।

ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি

লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষার সূচিও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ও বোর্ডের নোটিশ নিয়মিত অনুসরণ করতে, যেন হালনাগাদ তথ্য সম্পর্কে তারা অবগত থাকতে পারে। বন্যা পরিস্থিতি ও বিশেষ কারণে সূচি পরিবর্তন হলেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১