Logo Logo

৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা, উপকূলে ৩ নম্বর সংকেত


Splash Image

দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আজ (বুধবার) দুপুরের আগ পর্যন্ত দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বিজ্ঞাপন


আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া নদীবন্দর পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সমুদ্র বন্দরগুলোর জন্য আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে—উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...