প্রতীকী ছবি/ এআই।
বিজ্ঞাপন
এমনকি কথাগুলো সত্য হলেও তা গীবত হিসেবে গণ্য হয়, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ হিসেবে ধরা হয়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
তুমি যদি তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ কর যা তার মধ্যে বিদ্যমান থাকে তবে সেটিই গীবত। আর যদি তা তার মধ্যে না থাকে তবে তুমি তাকে অপবাদ দিলে।তিরমিজি: ১৯৩৪
১. গীবত — পরনিন্দা করা
২. إفك — মিথ্যা রটনা করা
৩. بهتان — অপবাদ
৪. نميمة — চোগলখোরি করা
৫. همزة — সরাসরি সমালোচনা
৬. لمزة — অগোচরে দোষ চর্চা
৭. شتم — মিথ্যা বলে ব্যঙ্গ
১. জিহ্বা দ্বারা গীবত (বুখারী ৬৪৭৭)
২. অন্তর দিয়ে গীবত
৩. ইশারার মাধ্যমে গীবত (মুসনাদে আহমাদ ২৫৭০৮)
৪. লেখার মাধ্যমে গীবত
শারীরিক গঠন নিয়ে, চারিত্রিক দোষ নিয়ে, বংশ নিয়ে, পোশাক পরিচ্ছেদ নিয়ে, পরোক্ষভাবে
হারাম, ওয়াজিব, মুবাহ
আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...