বিজ্ঞাপন
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৩৫ বলা হয়েছিল, পরবর্তীতে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে নিশ্চিত করে জিএফজেড।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ বলে উল্লেখ করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তবে রোববারের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত বুধবার (৩০ জুলাই) রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে চিহ্নিত হয়েছে। ওই ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয় এবং কামচাটকায় প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিকভাবে রেকর্ড রাখা ভূমিকম্পগুলোর মধ্যে কামচাটকার এই ভূমিকম্পটিকে এখন পর্যন্ত বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
রাশিয়ার ভূকম্পনপ্রবণ এলাকাগুলোর মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ ও কামচাটকা অঞ্চল অন্যতম। ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে এই অঞ্চলগুলোতে প্রায়ই মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...