বিজ্ঞাপন
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এতে সারাদেশে মেঘলা আকাশ ও ভারী থেকে অতি ভারী বর্ষণের ঘটনা ঘটতে পারে।
শনিবার (০৯ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, যা ১১ ও ১২ আগস্টে আরও বাড়তে পারে।
বিশেষ করে ১২ আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
১৩ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ওই সময়ের মধ্যে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে শুরু করে সোমবার (১১ আগস্ট) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে সারাদেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে চলমান বৃষ্টিপাত ও বায়ুর চাপের পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করবে। ফলে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...