Logo Logo

বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা


Splash Image

“ প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগষ্ট) বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্‌যাপনের করা হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি পালনে বিলাইছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়ো্জন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহম্মদ প্রমূখ। উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, “দৈনিক রাঙ্গামাটি” পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা এবং দুইজন যুব মিলন কুমার খীসা ও মৈত্রী চাকমা।

আলোচনা সভা শেষে ১৫ জন যুব ও যুবার মাঝে ঋণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ঋণ গ্রহীতাদের হাতে তুলে দেন।

সভায় বক্তারা বলেন, পড়াশোনা শেষে চাকরির আশায় না থেকে প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীতা অর্জন করার জন্য উপস্থিত যুবদের আহবান জানানো হয়। এবং গৃহীত ঋণগুলো যথাযথ প্রকল্পে সঠিকভাবে প্রয়োগ করার জন্য বলা হয়।

-অসীম চাকমা,বিলাইছড়ি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...