Logo Logo

হজযাত্রীদের জন্য সুখবর, এবার ৩৩ ব্যাংক থেকে করা যাবে নিবন্ধন


Splash Image

ছবি- সংগৃহীত

হজ কার্যক্রমে ৩৩টি ব্যাংককে নিবন্ধন ফি সংগ্রহের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়


বিজ্ঞাপন


আসন্ন হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ৩৩টি ব্যাংককে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীরা এসব ব্যাংকের মাধ্যমে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি জমা দিতে পারবেন।

গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষর করেন।

যে ৩৩টি ব্যাংকে হজযাত্রীরা নিবন্ধন ও প্রাক-নিবন্ধন ফি জমা দিতে পারবেন সেগুলো হলো— সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং শাহাজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের অর্থ প্রতি ৩০ দিনে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজযাত্রীর বিপরীতে কোনো এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না। নিবন্ধনের অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে এবং মন্ত্রণালয়ের অনুমোদিত খাত ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

এছাড়া, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ সঠিকভাবে মেনে চলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...