Logo Logo

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী আহত


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

গুলিবিদ্ধরা হলেন— মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই জামায়াতের যুব বিভাগের কর্মী এবং গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, গত ১৫ আগস্ট গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াত কর্মী রাসেল ও বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর যুবদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী এলাকায় অস্ত্রের মহড়া দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

রোববার সন্ধ্যায় স্থানীয়দের মধ্যস্থতায় বিরোধ মেটানোর জন্য বৈঠক বসে। কিন্তু বৈঠক শেষে যুবদল কর্মী হাবিবের নেতৃত্বে কয়েকজন হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জামায়াত কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের সংশ্লিষ্ট কর্মীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, “ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাবো।”

ওসি লিটন দেওয়ান জানান, ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে শুরু হওয়া ছোটখাটো বিরোধ পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...