Logo Logo

ভালোবাসার পাত্রীর সঙ্গে বিয়ের জন্য কি দোয়া করা যাবে? আলেমদের দৃষ্টিভঙ্গি


Splash Image

কাউকে ভালোবাসলে কি আল্লাহর কাছে বিয়ের জন্য দোয়া করা যাবে? আলেমরা বলেন, বিয়ে ছাড়া প্রেম হারাম। তবে নেককার স্ত্রী পাওয়ার জন্য কুরআনের দোয়া পড়তে হবে।


বিজ্ঞাপন


প্রশ্ন এসেছে—কাউকে ভালোবাসলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে?

উত্তরে আলেমরা বলেন, বিয়ে ছাড়া নারী-পুরুষের ভালোবাসা বা প্রেম ইসলামে অনুমোদিত নয়। বরং এটি হারাম এবং কবীরা গুনাহ হিসেবে গণ্য। বিয়ে ছাড়া প্রেমালাপকে ইসলামে যিনার অংশ হিসেবে ধরা হয়। তাই একজন মুসলমানের উচিত এক মুহূর্তও দেরি না করে এ ধরনের সম্পর্ক থেকে তাওবা করে ফিরে আসা।

তবে আল্লাহর কাছে দোয়া করা যায় যেন তিনি একজন নেককার, ধার্মিক ও সৎ জীবনসঙ্গী দান করেন। এ বিষয়ে কুরআনে বিশেষ দোয়া শেখানো হয়েছে—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

(সূরা ফুরকান: ৭৪)

অর্থাৎ: “হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানান।”

শায়খ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) এ বিষয়ে বলেন, প্রেমে জড়িয়ে গুনাহ করার চেয়ে বরং তাওবা করে আল্লাহর কাছে নেককার জীবনসঙ্গী চাওয়া শ্রেয়। এতে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ লাভ করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...