Logo Logo

“জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন”— বাকেরগঞ্জের মশাল মিছিলে গণঅধিকার পরিষদের দাবি


Splash Image

ঢাকায় নিজ কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সজল মাহমুদ ও ছাত্র জনতার আরিফুর রহমান। বক্তারা নিন্দা জানিয়ে বলেন, "গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার জন্য জাতীয় পার্টি দায়ী। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়।" তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।


বিজ্ঞাপন


ঢাকায় নিজ কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সজল মাহমুদ ও ছাত্র জনতার আরিফুর রহমান।

বক্তারা নিন্দা জানিয়ে বলেন, "গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার জন্য জাতীয় পার্টি দায়ী। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়।"

তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

প্রতিবেদক- জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...