বিজ্ঞাপন
ঢাকায় নিজ কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সজল মাহমুদ ও ছাত্র জনতার আরিফুর রহমান।
বক্তারা নিন্দা জানিয়ে বলেন, "গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার জন্য জাতীয় পার্টি দায়ী। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়।"
তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।
প্রতিবেদক- জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...