Logo Logo
খেলা

টি-টুয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান গড়লেন ইতিহাস! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে প্রথম বোলার হিসেবে ৩০০ ডট বলের রেকর্ড। জেনে নিন পরিসংখ্যানের চমক ও বিশ্বসেরা বোলারদের তালিকায় তার অবস্থান।


বিজ্ঞাপন


ক্রিকেট মানেই পরিসংখ্যান আর রেকর্ডের খেলা। কিন্তু কিছু পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী। ঠিক যেমনটি করে দেখালেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ডেথ ওভারে ৩০০ ডট বলের রেকর্ড গড়লেন ‘কাটার মাস্টার’।

শনিবার শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের হাতে গড়া এ কীর্তি তৈরি হয়। ম্যাচটিতে বাংলাদেশ পুরো সময় নিয়ন্ত্রণে রাখতে না পারলেও, ডেথ ওভারে মুস্তাফিজের নিখুঁত বোলিং নিশ্চিত করে জয়। শেষ দুই ওভারে তিনি করেন সাতটি ডট বল এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

এই সাত ডট বলের মাধ্যমেই মুস্তাফিজ গড়ে ফেলেন ডেথ ওভারে ৩০০ ডট বলের রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এই নজির আর কোনো বোলারের নেই।

শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট (যেমন আইপিএল, বিপিএল, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগসহ) মিলিয়ে ডেথ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৮১৬টি ডট বল।

এই তালিকায় তার অবস্থান তৃতীয়, ১১৬৪ ডট বল করে সবার উপরে ডোয়াইন ব্রাভো, দ্বিতীয় অবস্থানে আছে ইংলিশ পেসার ক্রিস জর্ডান (৮৯৩ বল), এর পরেই আছে মুস্তাফিজুর রহমান (৮১৬ বল)। আর কোনো বোলারের ৮০০ এর উপর ডট বলের রেকর্ড নাই।

আরও পড়ুন

অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা