বিজ্ঞাপন
রবিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে—
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন
রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন
সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ভর্তি হয়েছেন।
এ সময়ের মধ্যে ৫৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩১ হাজার ৪৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জনের মৃত্যু হলো।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারান ৫৭৫ জন।
এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেছিলেন এক হাজার ৭০৫ জন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...