সরাইলের গর্ব—জিল্লুর রহমান ও খোকন সেন পেলেন কবির কলম পদক
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির কলম” এর আয়োজনে অনুষ্ঠিত ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে “কবির কলম পদক ২০২৫” পেয়েছেন সরাইলের দুই কৃতি সাহিত্যিক—কবি মোঃ জিল্লুর রহমান এবং কবি ও তবলা বাদক শিল্পী খোকন সেন।
৩০ আগস্ট (শনিবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির কলমের আহ্বায়ক ছড়াকার তিতাস হুমায়ূন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল। উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ছড়াকার আতিক হেলাল, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কবি আল মাহমুদ স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, কথা সাহিত্যিক ও চেতনায় স্বদেশ গণ-গ্রন্থাগারের সভাপতি আমির হোসেন, কবির কলম সরাইল উপজেলা শাখার উপদেষ্টা কবি আবুল কাসেম তালুকদার এবং সাধারণ সম্পাদক কবি মুরাদ আল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য কবি-সাহিত্যিকসহ স্থানীয় শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি জিল্লুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার দৌলতপাড়া গ্রামের সন্তান এবং কবি ও শিল্পী খোকন সেন একই উপজেলার নন্দিপাড়া গ্রামের কৃতি সন্তান।
-উজ্জল মিয়া, সরাইল উপজেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...