নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না অভিযোগ করে বলেন, কোনো এলাকায় পুলিশ জনগণের কথা শোনে না। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি প্রশ্ন তোলেন, “সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়। সরকার ঠেকাতে পারে না।”
তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূস তো বলেছিলেন, আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ সার্ভিস। আমি আজ ১৩ মাস পর সরকারকে জিজ্ঞাসা করি, কী অবস্থা এখন পুলিশের? পুলিশ কোন জায়গায় দায়িত্ব পালন করছে?”
মান্না বলেন, পুলিশের মধ্যে ট্রমা রয়েছে। তারা ভয় পায়, কোথাও যেতে চায় না। সরকারের দায়িত্ব ছিল সবার আগে পুলিশ সংস্কার করা। অথচ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তাহীনতার শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে কী অবস্থা দেখেন। স্থানীয় লোকজনের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হচ্ছে। রাতের বেলা প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, অসহায়ভাবে বলছেন বাঁচান। কিন্তু কেউ বাঁচাতে যাচ্ছে না। একইভাবে ভোটের দিন প্রার্থীদের ওপর হামলা হবে, তারা সাহায্য চাইবেন, কিন্তু তখনও কেউ রক্ষা করতে পারবে না।”
ড. ইউনূসের ভূমিকা নিয়ে সমালোচনা করে মান্না বলেন, “আমরা তাকে প্রস্তাব দিয়েছিলাম, সব রাজনৈতিক দলকে নিয়ে একটি কাউন্সিল করা হোক। প্রয়োজনে সবাইকে বসিয়ে আলোচনা করে সংকট সমাধানের পথ খুঁজতে হবে। কিন্তু একদিনও তা করা হয়নি। সংকট দেখা দিলেই শুধু আমাদের ডাক দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূসকে বলেছি, শুধু বললে হবে না যে ‘নির্বাচন হবেই’। আপনি বললেই তো হবে না। আপনি তো পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না, ধর্ষণ আটকাতে পারেন না। কারণ আপনি যে সরকার চালান, সেই সরকারের অর্থবোধটাই আপনার অজানা। কারও ওপর আপনার নিয়ন্ত্রণ নেই।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...