Logo Logo

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীর মৃত্যু


Splash Image

কুষ্টিয়ার সদর উপজেলায় শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম সারিকা (৩০) নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন।

নিহত দবোরা খানম কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি অটোরিকশা হঠাৎ করে মহাসড়কে উঠলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-১৬২৮ নম্বরের শ্যামলী এন আর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী সারিকা মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, “সকালে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি দুজন বর্তমানে আশঙ্কামুক্ত।”

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক তুষার ও হেলপার বেল্টু পালিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান জানান, “ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।”

অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবেদক- আল হোসেন বকুল, কুষ্টিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...