বিজ্ঞাপন
প্রশ্ন এসেছে, অমুসলিম শ্রমিক দিয়ে বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করা যাবে কি না? ইসলামি শরিয়তের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়।
ফিকহের আলোকে অমুসলিম শ্রমিক দ্বারা বিল্ডিং, মসজিদসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করানো বৈধ। তবে এতে একটি শর্ত মানতে হবে—কাজের মাধ্যমে ইসলাম, মুসলিম সমাজ বা ধর্মীয় কোনো বিষয় যেন অবমাননার শিকার না হয়। একইসাথে ধর্মীয় ক্ষতি কিংবা অপমানের কোনো সুযোগ থাকা চলবে না।
কুয়েতের ইসলামি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আল-মাউসুআতুল ফিকহিয়্যাহ (৪/১৮) গ্রন্থে উল্লেখ রয়েছে—
“তাজুজুল ইস্তিআ’না ফিল জুমলাহ বিঘাইরিল মুসলিম, সাওয়া আ কানা মিন আহলিল কিতাব আম মিন গাইরিহিম ফি গাইরিল কুরবাত... অর্থাৎ, ইবাদত ব্যতীত অন্যান্য কাজ যেমন হস্তাক্ষর শেখানো, গণিত শেখানো, বৈধ কবিতা শিক্ষা, সেতু, বাড়ি ও মসজিদ নির্মাণ—এসব কাজে অমুসলিমের সহযোগিতা নেওয়া বৈধ।”
অতএব, বাস্তব প্রয়োজনে অমুসলিম শ্রমিকের সাহায্য নেওয়া শরিয়তসিদ্ধ এবং এতে কোনো সমস্যা নেই, যদি ইসলাম ও মুসলমানের মর্যাদা ক্ষুণ্ন না হয় এবং ধর্মীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কিছু না ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...