Logo Logo

গোপালগঞ্জ ২ আসনে জামায়াত ইসলামীর এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন বলেন,

জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের পুনর্বাসনের জন্য ফের আয় থেকে দায় শোধ প্রকল্প চালু করা হবে


Splash Image

জামায়াত প্রার্থী: অ্যাডভোকেট আজমল হোসেন


বিজ্ঞাপন


বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে দেশের বেকারদের জন্য উপযুক্ত কর্মসংস্থান এবং অসহায় দরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে “আয় থেকে দায় শোধ” প্রকল্প চালু করবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের বটদিয়া এলাকায় পথসভা ও লিফলেট বিতরণকালে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, গরিব, দুঃখী, মেহনতি ও পরিশ্রমী মানুষের জন্য অতীতে গোপালগঞ্জ জেলায় “আয় থেকে দায় শোধ” প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু বেনিফিশিয়ারিদের অসহযোগিতার কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, উদ্যোক্তাদেরকে বিনা সুদে ক্ষুদ্র ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এবং মেহনতি মানুষের সহযোগিতা ও দায়িত্বশীলতা পাওয়া গেলে এ প্রকল্প আবারও চালু করা হবে গোপালগঞ্জে।

অ্যাডভোকেট আজমল হোসেন সরদার আরও প্রতিশ্রুতি দেন, প্রকৃত অভাবী ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে তিনি নিরলসভাবে কাজ করবেন। গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী হিসেবে তিনি দরিদ্র ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...