Logo Logo

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন


Splash Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি জানান, “২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে।”

এদিকে শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। নির্বাচনের মাত্র চারদিন আগে এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে শঙ্কা তৈরি করলেও নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সকাল থেকে তেমন কোনো নির্বাচনী প্রচারণা দেখা না গেলেও দুপুরের পর থেকে কয়েকজন প্রার্থীকে লিফলেট বিতরণ ও প্রচার চালাতে দেখা গেছে।

রাবি অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “আমাদের এ আন্দোলন রাকসুতে কোনো প্রভাব ফেলবে না। রাকসুকে আমরা কর্মসূচির বাইরে রেখেছি। আমাদের দাবি হলো, ছাত্র নামধারী যে কিছুসংখ্যক সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং বাসায় ঢুকতে দেয়নি, তাদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।”

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “আমাদের নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়েছে বলে আমরা মনে করছি না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশা, তাই আমরা সব পক্ষের সহযোগিতা চাই। উপাচার্য স্যারও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে, আমাদের নির্বাচনী সব কার্যক্রম চলমান।”

তিনি আরও জানান, “শিক্ষক-কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, গতকালের ঘটনার ভিত্তিতে তারা আজকের কর্মসূচি দিয়েছেন। সব জরুরি সেবা তাদের এ আন্দোলনের আওতামুক্ত।”

রাকসু নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে এখন সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...