Logo Logo

ঝাড়ু হাতে ডিসি: শহর পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত


Splash Image

সিলেট নগরীতে শনিবার সকাল ৭টায় ঝাড়ু হাতে সড়ক পরিচ্ছন্ন করছেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। নগরীর সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়ে বসেন থাকেন নি, বরং নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন কাজ করে বার্তা দিলেন-"এই নগর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।"


বিজ্ঞাপন


সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, "পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।"

তিনি আরও বলেন, "পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন—এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।"

আজকের এই উদ্যোগকে শহরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে শহর পরিচ্ছন্নতায় অংশ নেন।

-একে আজাদ। সিলেট,প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...