বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “সিইসির সঙ্গে আমার অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকে মূলত আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত কথা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার যেসব নীতিমালা প্রণয়ন করেছে এবং নির্বাচন কমিশন যে সকল প্রস্তুতিমূলক প্রক্রিয়া গ্রহণ করেছে, সে সম্পর্কে সিইসি আমাকে বিস্তারিত অবহিত করেছেন।”
গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত নির্বাচনের আশা ব্যক্ত করেছিলেন। ক্রিস্টেনসেন নিজেও বাংলাদেশে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময়ের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, “আমি সিনেটে শুনানির সময়ও বলেছিলাম যে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উচ্ছ্বসিত। নির্বাচনের ফলাফল এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পরবর্তী ধাপ দেখতে আমি গভীরভাবে আগ্রহী।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...