Logo Logo

পিরোজপুরে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করে হাত-পা ভাঙার প্রতিবাদে মানববন্ধন


Splash Image

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা মৈত্র, বিদ্যালয়টির শিক্ষকমণ্ডলী, বিএনপির একাংশের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান বলেন, “একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

অন্য বক্তারাও শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, শিক্ষকের ওপর হামলা বন্ধ না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে হাতুড়িপেটা করে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে প্রধান আসামি সাবেক জেলা বিএনপির সদস্য ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...