Logo Logo

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে : চিফ প্রসিকিউটর


Splash Image

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম চলছে।

তিনি বলেন, “এই মুহূর্তে বলা যায় যে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বুঝতে পারবো দলটির বিচারের প্রক্রিয়া কতদূর এগোতে পারে। আপাতত অভিযোগটি গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।”

তিনি আরও জানান, চলতি মাসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। বর্তমানে অনেক মামলার ট্রায়াল চলমান রয়েছে এবং কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া একাধিক বড় মামলার চার্জশিট ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...