বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে বুধবার পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত স্পষ্ট নির্দেশনা দেন যে, বাগেরহাটের চারটি সংসদীয় আসন আগের মতোই বহাল থাকবে।
গত ১০ নভেম্বর বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্বাচন কমিশন সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আজকের রায়ের মাধ্যমে হাইকোর্টের নির্দেশই বহাল থাকল।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। অন্যদিকে, গাজীপুর-৬ আসনের প্রার্থীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বদরুদ্দোজা বাদল, মুস্তাফিজুর রহমান খান এবং বেলায়েত হোসেন। বাগেরহাটের রিটকারীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন।
আজকের এই রায়ের ফলে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে চলমান অনিশ্চয়তা কাটল এবং আগামী নির্বাচনে চারটি আসনই বহাল থাকবে বলে নিশ্চিত হলো।
প্রতিবেদক- মো: রাকিব হাসান, বাগেরহাট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...