Logo Logo

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


Splash Image

জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও এই মামলায় আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ট্রাইব্যুনাল আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ প্রদান করেন। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মামলাটির বিচারিক প্রক্রিয়া হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হয়। পরবর্তীতে যারা পলাতক রয়েছেন, তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। আজকের শুনানির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...