Logo Logo

অনলাইন সুরক্ষায় গোপালগঞ্জের ২০০ স্কুল ছাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন


Splash Image

ডিজিটাল যুগে সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের অনলাইন জগতে সুরক্ষিত রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো “সাইবার অ্যাওয়ারনেস সেমিনার ২০২৫”। জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনলাইন প্লাটফর্ম 'টেক পুণ্য' এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) আয়োজিত এই সেমিনারে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রায় ২০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে টেক পুণ্য টিমের সদস্যরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। অধ্যক্ষ মহোদয় তার উদ্‌বোধনী বক্তব্যে বলেন, “অনলাইন জগৎ সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিপূর্ণও। বর্তমান প্রজন্মকে প্রযুক্তির নিরাপদ ও সঠিক ব্যবহার জানতে হবে। টেক পুণ্যর এই সময়োপযোগী আয়োজন অত্যন্ত প্রশংসার যোগ্য, যা শিক্ষার্থীদের সাইবার দুনিয়ায় সচেতনভাবে বিচরণ করতে সাহায্য করবে।”

উদ্‌বোধনী পর্বের পর টেক পুণ্য টিমের সদস্যরা প্রায় এক ঘণ্টাব্যাপী একটি তথ্যবহুল ও ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। এতে অনলাইন নিরাপত্তা, ফিশিং, স্ক্যানিং, পরিচয় চুরি, ডিপফেইকের ভয়াবহতা এবং সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলের মতো সাইবার অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। সাইবার অপরাধের শিকার হলে বা সম্মুখীন হলে শিক্ষার্থীদের করণীয় কী, সে সম্পর্কেও পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়।

সেমিনার শেষে অংশগ্রহণকারী ছাত্রীদের কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করা হয়, যা তাদের সচেতনতার স্তর এবং এই আয়োজনের কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করবে।

এই উদ্যোগের লক্ষ্য সম্পর্কে টেক পুণ্যর প্রতিষ্ঠাতা ও সদস্য বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল লিটারেসি ও সাইবার সচেতনতা তৈরি করা। অনলাইন প্লাটফর্ম ব্যবহারের আগে এর ঝুঁকিগুলো সম্পর্কে জানা অপরিহার্য। সচেতনতাই সাইবার সুরক্ষার প্রথম ধাপ।”

উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে ‘টেক পুণ্য’ গোপালগঞ্জ জেলায় প্রথম সাইবার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে একটি নতুন দিগন্তের সূচনা করল। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ এবং প্রযুক্তিপ্রেমীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...