Logo Logo

চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট


Splash Image

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর কারখানায় আগুন লেগেছে। কারখানার ভিতরে কতজন শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, ৯ তলা ভবনটির ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন গণমাধ্যমকে বলেন, “ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।”

ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মীরা একযোগে আগুন নিয়ন্ত্রণ ও তল্লাশির কাজ করছে। স্থানীয় প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ ভবনের আশেপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নিরাপদে রাখার চেষ্টা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...