বিজ্ঞাপন
ঘটনার এক দিন আগে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ছেঁউড়িয়ার লালন মেলার মাঠে মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক রাজুকে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিট করে আহত করে। এ ঘটনায় সাংবাদিক রাজু আহমেদ বুধবার রাতেই কুমারখালী থানায় এজাহার দায়ের করেন।
রাজু আহমেদ ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—রিন্টু (২০), কুষ্টিয়া শহরের হরিশংকরপুর চালের বর্ডার এলাকার মৃত হোব্বারের ছেলে এবং ফাহিম (২০), কুমারখালীর ছেঁউড়িয়া বিশ্বাসপাড়া এলাকার ওবায়দুলের ছেলে। পুলিশ জানিয়েছে, দুইজনই মাদক ব্যবসায়ী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, "সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।"
আহত রাজু আহমেদ জানান, লালন মেলায় প্রায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে রাত-দিন প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহের সময় মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাজু আরও অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে শত শত গাঁজা ব্যবসায়ী লালন মেলায় দোকান বসিয়ে মাদক বিক্রি করছে। তিনি সোমবার ডিসি অফিসের এক মিটিংয়ে বিষয়টি তুলে ধরেছিলেন। প্রশাসনের অবহেলার কারণে মেলায় সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
সাংবাদিকদের সংগঠন কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও গাজার দোকান বন্ধের দাবি জানিয়েছেন। কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছে।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, "সাংবাদিক রাজু একজন কর্মঠ সাংবাদিক। এই হামলা সব গণমাধ্যম কর্মীর ওপর হামলার সমতুল্য। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা অভিযোগ করেছেন, লালন মেলায় সংবাদ সংগ্রহের সময় মাদক সিন্ডিকেটের লোকজনের হামলার ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে কঠোর আন্দোলন করার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়ার বেলায় লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস আগামী ১৭ অক্টোবর পালিত হবে। এর আগে মেলায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন, প্রশাসনের সামনে অপরাধের অব্যাহত উপস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...