Logo Logo

গোপালগঞ্জে কোটালীপাড়ায় শীর্ষে কাজী মন্টু কলেজ, পাশের হার ৪২.৩০ শতাংশ


Splash Image

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার ৪২.৩০% পেয়ে প্রথম স্থান অধিকার করল কোটালীপাড়া কাজী মন্টু কলেজ।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার ২০২৫ ইং সালের এইসএসসি পরীক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাতটি কলেজের মধ্যে সর্বোচ্চ পাশের হার ৪২.৩০% কাজী মন্টু কলেজে।

কোটালীপাড়ায় সাতটি কলেজের মধ্যে কাজী মন্টু কলেজে বিএম শাখায় পাশের হার ৮৫.৪৮% এবং জেনারেল শাখায় পাশের হার ৩৪.৫৪%,মোট পাশের হার ৪২.৩০&। ধারাবাশাইল সরকারি কলেজে পাশের হার ৪০% , শেখ রাসেল কলেজে ৩৭%।

এছাড়া অন্যান্য কলেজে পাশের হার আরও নিম্নমানের।

কাজী মন্টু কলেজের প্রিন্সিপাল ললিত বাবু বলেন আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়ানোর জন্য সর্বপ্রকার চেষ্টা করি। আমাদের কলেজের সাথে যারা সংশ্লিষ্ট এবং শিক্ষক মন্ডলী সহ সকলে শিক্ষার্থীদের শিক্ষার মান ভবিষ্যতে আরও ভালো হয় এজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কাজী মন্টু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজী অমিত মাহমুদ বলেন, কোটালীপাড়ায় অবকাঠামোর মান উন্নত হলেও শিক্ষার মান নিম্ন পর্যায়ের। অভিভাবকসহ সচেতন ব্যক্তিরা যদি এগিয়ে না আসে তাহলে পর্যায়ক্রমে কোটালীপাড়ায় শিক্ষার মান বলে কিছুই থাকবে না। যা আমাদের কোটালীপাড়া বাসীর জন্য লজ্জার।বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াতে হলে সকলের সহায়তা প্রয়োজন আমি মনে করি।

প্রতিনিধি- মাহাবুব সুলতান, কোটালীপাড়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...