বিজ্ঞাপন
শনিবার সকালে জয়দেবপুরের শিববাড়ি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত গাজীপুর ২ আসনের এমপি প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর ৫ আসনের এমপি প্রার্থী খাইরুল হাসান গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা, চিকিৎসক নেতা, সকল পেশাজীবী নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। সরকারের স্বেচ্ছাচারী নীতি ও দমন-পীড়নের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির কোনো বিকল্প নেই। এটি জনগণের মুক্তির রূপরেখা, যার মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...