ছবি : ভোরের বাণী
বিজ্ঞাপন
র্যালিটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শিবচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় সকল শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা (মাদারীপুর-১) বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান, যুবদলের সাবেক পৌর কমিটির আহ্বায়ক শাহিন গোমস্তা, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব জামাল শিকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধা, এবং জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক শেখ। এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সংগঠন—যারা সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দলের বিপদের সময় যুবদলের কর্মীরা সবার আগে ঝাপিয়ে পড়ে জীবন দিতেও দ্বিধা বোধ করেনি। উপস্থিত নেতৃবৃন্দ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দল পুনরুজ্জীবিত করতে এবং তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সর্বদা অগ্রনী ভুমিকা পালন করতে পুর্ন অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...