বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
৩১ বছর বয়সী হায়দার আলী আমিরাতের আল আইনে থাকেন এবং স্থানীয় একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে তিনি চার-পাঁচজন বন্ধু মিলে নিয়মিত লটারির টিকিট কিনতেন। অবশেষে বহু প্রতীক্ষার পর সেই প্রচেষ্টা সফল হয়—হায়দার আলী জিতে নেন সাপ্তাহিক ই-ড্র’তে ২৫০ গ্রাম সোনা।
গালফ নিউজ জানায়, লটারি কর্তৃপক্ষ যখন হায়দার আলীকে ফোন করে শুভ সংবাদটি জানায়, তখন তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। ফোনের অপরপ্রান্তে থাকা হোস্টকে তিনি জিজ্ঞেস করেন, “কত গ্রাম সোনা জিতেছি?” শুরুতে তিনি ভেবেছিলেন, কোনো বন্ধু হয়তো মজা করছেন। কিন্তু পরে সত্যিটা জানতে পেরে হায়দার ও তার বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠেন।
লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কী করবেন, তা এখনো সিদ্ধান্ত নেননি এই ভাগ্যবান প্রবাসী।
এর আগে গত সপ্তাহেই মানসুর আহমেদ নামে আরেক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান একই ধরনের লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি সোনার বার জিতে লাখপতি বনে গেলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...