বিজ্ঞাপন
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পদে বহাল থাকবেন।”
এর আগে নানা অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ৩ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়। সে সময়েও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে বখতিয়ার আহমেদ কচি আবারও জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...