Logo Logo

সিংগাইরে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা


Splash Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গোবিন্ধল ঘোনাপাড়া মডেল হাই স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গোবিন্ধল ঘোনাপাড়া মডেল হাই স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলামের সঞ্চালনায় ও গোবিন্ধল ঘোনাপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আমির হোসেন। তিনি নব্য যোগদানকৃত শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। মানিকগঞ্জ জেলার শিক্ষার মানকে উন্নত করতে তিনি শিক্ষকদের আরো নিবেদিত প্রাণ হয়ে শিক্ষা দানের অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এবিএম আব্দুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল হক প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলার বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার ও নব্য যোগদানকৃত শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...