বিজ্ঞাপন
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করার কথা থাকলেও শিক্ষকের মৃত্যুর কারণে পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাধারণ শিক্ষার্থী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ প্রতীকী ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিলো কিন্তু বাংলা বিভাগের শিক্ষক এনায়েত এ মাওলা জিন্নাহ মারা যাওয়ায় পিছিয়েছে রবিবার (২৩ নভেম্বর) করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আইন বিভাগের প্রথম সেমিস্টারে শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা কথা ছিল কিন্তু আমাদের একজন শিক্ষক মারা যাওয়ার কারনে নাকি রবিবার করা হবে। এই প্রতীকী ফাঁস্যার মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাই যাতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সত্যিকারের ফাঁসি দেয়া হয় এবং জুলাই আনদোলনের হত্যাকাণ্ডের সাথে জরিত সবাইকে বিচারের আওতায় আনা হয়।
আয়োজক ও গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী নাসিম খান বলেন, আমাদের একটি প্রোগ্রাম ঘোষণা করা ছিলো আজকে, বিগত দিনে ছাত্র-জনতার হত্যা কারি ফ্যাসিস্ট হাসিনার প্রতীকী ফাঁসি এবং একটি আনন্দ মিছিলও করতে চেয়েছিলাম। কিন্তু জিন্নাহ স্যার ইন্তেকাল করেছেন এ কারনে আমরা সবাই শোকাহত এরজন্য আজকের যে প্রোগ্রামটি ছিল তা স্থগিত করা হয়েছে। আগামী রবিবার দুপুর আমরা এই প্রতীকী ফাঁসি কার্যকর করবো এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করবো।
এ বিষয়ে আয়োজক ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, "আজকে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করার কথা ছিলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এনায়েত এ মাওলা জিন্নাহ স্যার মারা যাওয়ার কারনে আমাদের প্রোগ্রামটি পিছিয়ে রবিবার করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই প্রেক্ষিতে আমরা রবিবার ফাঁসি কার্যকর এরং মিষ্টি বিতরণ করবো।"
উল্লেখ্য, ইতোমধ্যেই আয়োজক কর্তৃক সকল সহযোগীতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেওয়া স্মারক গ্রহণ করেছেন কতৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...