Logo Logo

লঘুচাপে উত্তাল কুয়াকাটা: সৈকতে জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে ভয়াবহ ভাঙন


Splash Image

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে কুয়াকাটা সৈকতে দেখা দিয়েছে উত্তাল সমুদ্রের রুদ্ররূপ। মুষলধারে বৃষ্টিপাত, তীব্র জলোচ্ছ্বাস ও সমুদ্রভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ ও তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠান।


বিজ্ঞাপন


উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় গত চার দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও গত দুইদিন ধরে শুরু হয়েছে টানা মুষলধারে বৃষ্টি।

কলাপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টা থেকে শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনসাধারণ।

আমাবস্যার প্রভাবে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কুয়াকাটার সমুদ্র সৈকতে সৃষ্টি হয়েছে তীব্র জলোচ্ছ্বাস। বিশালাকার ঢেউ আছড়ে পড়ছে তীরবর্তী এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই ঢেউয়ের তাণ্ডবে সৈকতের বহু দোকানপাট এবং অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে।

ভাঙনের তীব্রতায় কুয়াকাটার মেরিন ড্রাইভ ও সংলগ্ন সবুজায়ন প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

লঘুচাপের প্রভাবে বেড়ে গেছে নদ-নদীর পানির উচ্চতা। এ অবস্থায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে মাছধরায় নিয়োজিত ট্রলারগুলোকে উপকূলবর্তী এলাকায় থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি দ্রুত ও কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে পুরো কুয়াকাটা উপকূল। বিশেষ করে মেরিন ড্রাইভ রক্ষা ও বৃক্ষরোপণ প্রকল্প রক্ষায় এখনই সরকারি পদক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও পরিবেশ সংরক্ষণ এলাকা। প্রতিবছর বৈরী আবহাওয়ার কারণে এখানকার অবকাঠামো ও প্রকল্পগুলোর ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এই লঘুচাপ পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। এর ফলে অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হতে পারে যদি যথাযথ প্রস্তুতি না নেওয়া হয়।

প্রতিবেদক-জাকারিয়া জাহিদ, কলাপাড়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...