বিজ্ঞাপন
নিখোঁজ হওয়া ১৩ জেলে পরিবারকে সাময়িক সহযোগিতা হিসাবে দশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন ভোলা -৩ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ধলীগৌরনগর ইউনিয়নের মাস্টার বাজার নামক এলাকায় ভুক্তভোগী পরিবারের মাঝে মেজর হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে বিএনপি নেতারা এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, বর্তমান সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার প্রমুখ।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ নিখোঁজ জেলেদের উদ্ধার ও পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে অারো সহযোগিতার অাশ্বাস প্রদান করেন।
জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...