বিজ্ঞাপন
শহরের শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এই শিক্ষার্থী জন্মলগ্ন থেকেই হার্টে ছিদ্র (হার্ট হোল) নিয়ে বড় হয়ে উঠছে। চিকিৎসা করাতে করাতে কিছুটা উন্নতি হলেও সম্পূর্ণ আরোগ্য হয়নি তার। বরং বয়স বাড়ার সাথে সাথে আরও জটিল হয়ে উঠছে তার শারীরিক সমস্যা।
মেধাবী, নিয়মিত বিদ্যালয়গামী ও অদম্য অধ্যবসায়ী জুতি এবার শারীরিক অবস্থার অবনতির কারণে চলতি বছরের বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না। একদিকে চিকিৎসার ব্যয়, অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ—এই দুই দুশ্চিন্তায় দিশেহারা তার বাবা নুর ইসলাম।
গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) সরেজমিনে গেলে জুতির পিতা নুর ইসলাম দৈনিক ভোরের বাণী–র জেলা প্রতিনিধিকে বলেন, “মেয়ের চিকিৎসার জন্য ঘরের সব গরু–ছাগল, এমনকি স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করেছি। প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছি এতদিনে। এখন নিঃস্ব হয়ে গেছি, বিক্রি করার মতো আর কিছুই নেই। চিকিৎসক বলেছেন, অপারেশনের মাধ্যমে জুতির হার্টের ছিদ্র বন্ধ করা সম্ভব, কিন্তু এজন্য প্রয়োজন চার লাখ টাকা।”
একই এলাকার একাধিক ব্যক্তি জানান, নুর ইসলামের পরিবার এখন চরম অসহায়। সকল স্তরের মানুষের সহযোগিতা পেলে জুতি আবার সুস্থ হয়ে ওঠতে পারে।
অসুস্থ জুতিও জানায়, “আমি সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চাই। বড় হয়ে পড়াশোনা করে দেশবাসীর সেবা করতে চাই।”
জুতির চিকিৎসায় সহযোগিতা পাঠানো যাবে বিকাশ ও নগদ নম্বরে— 01315153178
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...